স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:১৫ পিএম
ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি
চলতি মাসের শেষদিকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসর। টুর্নামেন্ট ঘিরে মাস্কট প্রকাশের পর সামনে এলো থিম সং। থিম সং লেখায় নাম লিখিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও। অন্তর্বর্তী সরকারপ্রধানের ছোঁয়ায় পূর্ণতা পেয়েছে এবারের থিম সং।
বিপিএলের নতুন আসরের থিম সংটি গেয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি শিল্পী মুজা। সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন রায়েফ আল হাসান রাফা ও র্যাপার হান্নান হোসাইন। গানটি প্রকাশের দিন তিনজনই মঞ্চে ছিলেন। জানিয়েছেন, বিপিএল নিয়ে নিজেদের উচ্ছ্বাসের কথা।
গানের দুইটি লাইন লিখেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, ‘আপনারা জানেন যে এবার আমাদের বিপিএল আয়োজনের সঙ্গে রয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। আমি নিজেও যখন প্রথম স্যারকে প্রস্তাব দিয়েছিলাম…।’
‘(প্যারিস) অলিম্পিকসহ বড় বড় অনেক ইভেন্টে আপনি ইনপুট দিয়ে থাকেন। আমাদেরকে যদি একটু দিতেন। আমি আশা করিনি যে স্যার পার্সোনালি এতটা যুক্ত হবেন আমাদের সঙ্গে। স্যার এবং স্যারের টিম আমার চেয়েও অনেক যুক্ত ছিলেন এটার সঙ্গে। এমনকি স্যার থিম সংয়ের কয়েকটি লাইনও লিখে দিয়েছেন। ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে মূল্যবান ইনপুট দেয়ার জন্য।’
উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর গড়াবে এবারের আসরের প্রথম ম্যাচ। দুপুর দেড়টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। সন্ধ্যা সাড়ে ৬টায় রংপুর রাইডার্সের বিপক্ষে নামবে ঢাকা ক্যাপিটালস।