বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৩ পিএম

জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সাম্প্রতিক দেশকাল

জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সাম্প্রতিক দেশকাল

বিসিএস পরীক্ষার আবেদন ফি কমিয়ে ২০০ টাকা করা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। এক সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি।

এর আগে বিসিএসের আবেদন ফি ছিল ৭০০ টাকা। একই সঙ্গে সরকারি, আধাসরকারি ও ব্যাংকে চাকরির আবেদন ফিও সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ বুধবার (০৪ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সচিব কমিটির সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ কথা জানান।

তিনি জানান, সরকারি, আধা সরকারি, ব্যাংক এবং বীমা প্রতিষ্ঠানে চাকরির আবেদনে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত নিতে পারবে। বিসিএস ভাইভা ২০০ নম্বরের জায়গায় ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে।

বিসিএসে প্রতিবন্ধী আবেদনকারীদের অন্যদের মতো নির্ধারিত ফি’র বাইরে বাড়তি কোনও অর্থ দিতে হবে না বলেও জানিয়েছেন মোখলেস উর রহমান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh