পিরোজপুরে গাছ থেকে পড়ে শ্রমিক নিহত

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২৪ পিএম

নাজিরপুর থানা। ছবি: পিরোজপুর প্রতিনিধি

নাজিরপুর থানা। ছবি: পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুরে চাঁপাগাছ থেকে পড়ে জুলফিকার আলী শেখ (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার (৪ ডিসেম্বর) সকালে তিনি গাছ থেকে পড়ে যান। পরে মৃত্যু অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিহত জুলফিকার উপজেলার চৌঠাইমহল গ্রামের মৃত আব্দুল জলিল শেখের ছেলে। 

মৃত জুলফিকারের স্বজনরা জানান, সকালে একটি চাঁপাগাছ কাটার জন্য গাছে উঠে। এ সময় গাছ থেকে তিনি পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

নাজিরপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরএমও উজ্জ্বল মন্ডল জানান, মৃত্যু অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।  ওয়ারিশগন যে ভাবে চাইবে সেই ভাবে লাশ দাফনের ব্যবস্থা করা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh