ভিয়েতনামে বিস্ফোরণে ১২ সেনাসদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ১১:৪৭ এএম

কুচকাওয়াজে ভিয়েতনামের সেনারা। ছবি: সংগৃহীত

কুচকাওয়াজে ভিয়েতনামের সেনারা। ছবি: সংগৃহীত

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে প্রশিক্ষণ চলার সময় বিস্ফোরণে ১২ জন সেনাসদস্য নিহত হয়েছেন। গত সোমবার (২ ডিসেম্বর) রাতে দেশটির ডং নাই প্রদেশের সপ্তম সামরিক অঞ্চলে সামরিক একটি শুটিং রেঞ্জে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। 

গতকাল বুধবার (৪ ডিসেম্বর) রাতে দেশটির রাষ্ট্রায়ত্ত ভিয়েতনাম বার্তা সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সেনারা বিস্ফোরক পদার্থ পরিবহণ করার সময় সেখানে বজ্রপাত আঘাত হানে। এর ফলে বিস্ফোরণ ঘটে। নিহতদের অধিকাংশের লাশ পাওয়া গেছে। যারা নিখোঁজ রয়েছেন তাদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

প্রতিবেদনে দেওয়া উদ্ধৃতিতে ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘এটি সামরিক ইউনিট, স্বজন, বন্ধু ও টিমমেটদের জন্য একটি অপূরণীয় ক্ষতি।’

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নান ড্যানের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের মহড়া শুরু উপলক্ষে প্রতিরক্ষামন্ত্রী ফান ভ্যান গিয়াং বক্তৃতা দেওয়ার একদিন পর এই দুর্ঘটনাটি ঘটে।

সরকারি ভিয়েতনাম নিউজ এজেন্সি জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh