বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় নাগরিক আটক

হিলি প্রতিনিধি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫০ পিএম

আটককৃত ভারতীয় নাগরিক। ছবি: হিলি সীমান্ত

আটককৃত ভারতীয় নাগরিক। ছবি: হিলি সীমান্ত

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বিজিবি।

আটককৃত ভারতীয় নাগরিক আবদুর রহমান (৩৫) দেশটির বিহার রাজ্যের আরারিয়া জেলার ঘুরনা থানার বারাবুয়ান গ্রামের তারজুমানুল হকের ছেলে।

বিজিবির হিলি সিপি ক্যাম্পের সুবেদার শাহাদত হোসেন বলেন, গতকাল বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে হিলি সীমান্তের ২৮৫/৯ নম্বর পিলারের পাশদিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন ভারতীয় নাগরিক আব্দুর রহমান। এ সময় বিজিবি সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসেন।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিঞা বলেন, বুধবার রাত ১০টার দিকে বিজিবি সদস্যরা আটককৃত ভারতীয় নাগরিককে থানায় হস্তান্তর করেছে। এ ব্যাপারে মামলা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে তাকে দিনাজপুর আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh