ডিএনসিসির ৩ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:১৪ পিএম | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:১৬ পিএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের লোগো। ফাইল ছবি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের লোগো। ফাইল ছবি

প্রশাসনিক কাজের স্বার্থে এবং যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তের কথা উল্লেখ করে ৩ কর্মকর্তাকে বদলি করে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

আজ শুক্রবার (৬ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন উল হাসান একটি অফিস আদেশ জারি করে এই তিন কর্মকর্তাকে বদলির নির্দেশ দিয়েছেন।

বদলি হওয়া তিন কর্মকর্তার মধ্যে ডিএনসিসির সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) আব্দুর রহিম মিয়াকে  প্রস্তাবিত ড্রেনেজ সার্কেলে বদলি করা হয়েছে। একইভাবে বর্জ্য সংগ্রহ ও পরিবহন শাখার সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মুহাম্মদ মনির হোসাইনকে বদলি করে ড্রেনেজ সার্কেলে দেওয়া হয়েছে। 

এছাড়া ডিএনসিসির অঞ্চল ৯ এর উপ-কর কর্মকর্তা শাহেদ জোহারকে বদলি করে অঞ্চল ৩ এ পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh