১০ ডিগ্রিতে নামল দিনাজপুরের তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৯:২২ এএম

তাপমাত্রা ক্রমশ কমছেই উত্তরের জেলা দিনাজপুরে। ছবি: সংগৃহীত

তাপমাত্রা ক্রমশ কমছেই উত্তরের জেলা দিনাজপুরে। ছবি: সংগৃহীত

উত্তরের জেলা দিনাজপুরে জেঁকে বসেছে শীত। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। চলতি বছরে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

আজ শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৬টায় দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। চলতি বছরে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

জানা যায়, গতকাল সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ঠান্ডা বাড়ছে। তীব্র ঠান্ডার কারণে সকাল বেলা সেখানকার মানুষ প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছে না। এদিকে যারা বের হচ্ছেন তারা সন্ধ্যা নামতেই ঘরে ফিরছে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, আজ শনিবার সকাল ৬ টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১ কিলোমিটার।

উল্লেখ্য, শুক্রবার (৬ ডিসেম্বর) দিনাজপুরে তাপমাত্র ছিল ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh