বিনোদন রিপোর্টার
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০২:৪৬ পিএম | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪, ০২:৫৭ পিএম
তানজিকা আমিন। ছবি: সংগৃহীত
জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন। শুক্রবার ঢাকার বেইলি রোডের বাসায় একেবারে ঘরোয়া আয়োজনে অস্ট্রেলিয়া প্রবাসী সাইফ বসুনিয়াকে বিয়ে করেন তিনি। এরপরেই অনেকের মন্তব্য এবার হয়তো অভিনয়টা ছাড়বেন তানজিকা। যেহেতু বর অস্ট্রেলিয়া প্রবাসী সেদিক থেকে তানজিকাকেও সেখানে ওড়াল দিবে হবে।
তানজিকা আমিন ও তার বর সাইফ বসুনিয়া
তবে এ বিষয়ে অভিনেত্রী জানালেন একেবারেই ভিন্ন কথা। স্পষ্ট জানালেন, অভিনয় ছাড়ছেন না। তানজিকা বলেন, ‘ঢাকা আমার প্রাণের শহর। অভিনয় আমার ভালোলাগা। ফলে দুটোর কোনোটিই ছাড়ছি না। কিন্তু কিছু কারণে আমাকে অস্ট্রেলিয়ায় যাওয়া-আসার মধ্যে থাকতে হবে। বিনোদন অঙ্গনে কাজের ব্যাপারে সাইফও আমায় খুব উৎসাহ দেয়। ফলে বিনোদন অঙ্গনে আমার কাজ বন্ধ হবে না ‘
অভিনেত্রী সাইফ বসুনিয়াকে নিয়েও কথা বলেন। তার ভাষ্য, ‘সাইফকে আমি ২০১৮ সাল থেকে চিনি। সেই সময় ঢাকায় একটি আয়োজনে তার সঙ্গে কথা হয়। তারপর বন্ধুত্ব। তখন একবার বিয়ের কথা হয়েছিল, কিন্তু নানা কারণে তা এগোয়নি। কিন্তু আমাদের বন্ধুত্ব ছিল। সেটি যে প্রেম বা বিয়েতে গড়াবে, তা ভাবিনি। অবশেষে তা হয়ে গেল।’
কবে থেকে ভাবলেন ‘বিশেষ’ এই বন্ধুকে বিয়ে করা যায়? এ প্রসঙ্গে
অভিনেত্রী বলেন, ‘গত দেড় থেকে দুই মাস আগে। আমি
কখনও সিঙ্গেল থাকব এমনটা ভাবিনি। সব সময় মনে হয়েছে, বিয়ের জন্য
এটি সঠিক সময় নয়। এবার মনে হয়েছে, সঠিক সময় এবং সঠিক মানুষের দেখাও পেয়েছি। তাই বিয়ের
সিদ্ধান্ত না নিয়ে পারিনি। সাইফকে আমার মায়ের খুব ভালো লাগত। ভীষণ পছন্দ করতেন। ফলে
ভাবলাম বিয়ের কথা। তবে বিষয়টি পুরোপুরি পরিবারের
মধ্যে ছিল।’