পিরোজপুরে মাদকসহ পিতা-পুত্র আটক

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৩:৪১ পিএম | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৯ পিএম

মাদকসহ আটককৃত দুইজন। ছবি: পিরোজপুর প্রতিনিধি

মাদকসহ আটককৃত দুইজন। ছবি: পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর শহরের মধ্যরাস্তা এলাকায় সেনাবাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ পিতা-পুত্রকে আটক করা হয়েছে।

গতকাল সোমবার (৯ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত পিতা ও পুত্রকে ১০ পি ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও টকাসহ আটক করা হয়।

মাদকসহ আটককৃত সাবেক পুলিশ সদস্য মো. ওবায়দুল কাইয়ুম শেখ (৪৫) মধ্যরাস্তা এলাকার মো. হাজী আলম শেখের ছেলে। অপর আসামি মো. শফিক শেখ (২৩) প্রধান অভিযুক্ত মো. ওবায়দুল কাইয়ুম শেখের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক বাবুল সরকার বলেন, দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে। তদন্ত সাপেক্ষে আরো কেউ থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh