পুরুষ নির্যাতনের অভিযোগ, স্ত্রীর বিরুদ্ধে সমন জারি

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৫ পিএম

গাইবান্ধা জেলার মানচিত্র। ছবি: সাম্প্রতিক দেশকাল

গাইবান্ধা জেলার মানচিত্র। ছবি: সাম্প্রতিক দেশকাল

গাইবান্ধায় স্ত্রী চন্দনা রাণী প্রতিমার (৩২) বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে আদালতে মামলা করেছেন স্বামী রবীন্দ্রনাথ কর্মকার (৪২)।

এ অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন বিচারক।

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে সুন্দরগঞ্জ আমলি আদালতের বিচারক মো. জান্নাতুল ইসলাম এ সমন জারি করেন।

রবীন্দ্রনাথ কর্মকার জেলার সুন্দরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের মৃত জোগেশ চন্দ্র কর্মকারের ছেলে।

বাদীর আইনজীবী গাইবান্ধা জেলা জজকোর্টের অ্যাডভোকেট আবেদুর রহমান সবুজ বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh