ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৪ পিএম
আসাদের পতনে বদলে যেতে পারে মধ্যপ্রাচ্যের সমীকরণ
সিরিয়ার বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার নতুন নেতৃত্বে আসায় মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের পরিবর্তন হতে চলেছে। এতে বিপদে পড়তে যাচ্ছে ঘনিষ্ঠ মিত্র ইরান। এখন তাদের লেবানন অঞ্চলে প্রভাব বিস্তারের পথ আর থাকবে না। লেবাননে নিজেদের গুরুত্বপূর্ণ মিত্র হিজবুল্লাহর কাছে স্থলপথে পৌঁছানোর সুযোগ পাবে না ইরান। এতে হামাসের মতো ফিলিস্তিনি গোষ্ঠীগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।