ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:০৯ পিএম
রহস্যে ঘেরা আমাজন যে কারণে ভয়ংকর
পৃথিবীর ফুসফুস খ্যাত রহস্যে ঘেরা এক বন আমাজন। ব্রাজিলের ৬০ শতাংশজুড়ে অবস্থিত এই বন বহুকাল ধরেই আলোচিত। এই বন এতটাই ঘন যে, এর অনেক জায়গায় এখনো সূর্যের আলোই প্রবেশ করেনি। যা অদ্ভুত ও ভয়ংকর প্রাণীদের আবাসস্থল। চলুন জেনে নেওয়া যাক এই বনের আলোচিত কিছু ভয়ংকর প্রাণী সম্পর্কে।