ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:১৩ পিএম
ধানের ভরা মৌসুম। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে আমন ধান গোছানো প্রায় শেষ দিকে। মৌসুমের শুরু থেকেই ধানের দাম ভালো পাচ্ছে কৃষক। বিক্রি দামে খুশি কৃষক।
তেতুলতলা বাজারের ধান ব্যবসায়ী জাকির হোসেন বলেন, চাহিদার তুলনায় বাজারে ধান কম আসছে, তাই ধানের ভরা মৌসুমেও দাম কমেনি।
ডাকবাংলা বাজারে ধানবিক্রি করতে আসা কৃষক আমিরুল ইসলাম, সাব্দার হোসেন, আতিয়ার রহমান বলেন, তারা ব্রিধান ৫১ প্রতিমন ১৪৭০-১৪৭৫ টাকায় বিক্রি করেছেন। তাদের মতে ধানের বাজার ভালো।
জেলার অন্যতম ধানের হাট গুলোতে খোঁজ নিয়ে জানা যায়, ব্রিধান ৫১ প্রতিমন সাড়ে ১৪০০ থেকে ১৪৭০ টাকা, বাশমতি (ব্রিধান ৫০) প্রতিমন ২ হাজার থেকে ২১৫০ টাকা, স্বর্ণাধান ১৩৫০ থেকে ১৩৭৫ টাকা, ব্রিধান ৪৯ প্রতিমন ১৪৫০ টাকা, ধানিগোল্ড ১৪০০ টাকাসহ ধানের মানভেদে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে।
জেলা কৃষক সম্প্রসারণ অধিদপ্তরের (সংযুক্ত) উপ-সহকারী কৃষি অফিসার সাঈদ সিদ্দিকী বলেন, আমনধান আবাদ হয়েছে ১ লাখ ৪ হাজার ৪৮৮ হেক্টর, যা লক্ষ্যমাত্রা থেকে ৩ হেক্টর বেশি। আর উৎপাদন লক্ষ্যমাত্রা হেক্টর প্রতি জমিতে ধরা হয় ৩ দশমিক ৬০ মেট্রিক টন, কিন্তু এখন পর্যন্ত ৩ দশমিক ৫৯ মেট্রিক টন উৎপাদন হয়েছে।