আসাদের বাবার সমাধি পুড়িয়ে দিল বিদ্রোহীরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:১১ পিএম

হাফিজ আল আসাদের সমাধিতে বিদ্রোহীরা আগুন ধরিয়ে দিয়েছে। ছবি: বিবিসি

হাফিজ আল আসাদের সমাধিতে বিদ্রোহীরা আগুন ধরিয়ে দিয়েছে। ছবি: বিবিসি

সিরিয়ার ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাবা এবং দেশটির প্রয়াত প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের সমাধিতে আগুন দিয়েছে বিদ্রোহীরা।

আজ বুধবার (১১ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার উপকূলীয় লাতাকিয়ার কারদাহ এলাকাটি আসাদ পরিবারের পূর্বপুরুষের গ্রাম। সেখানেই ছিল হাফিজ আল আসাদের সমাধি। এই সমাধিস্থলে বিদ্রোহীরা আগুন ধরিয়ে দিয়েছে।

সংবাদ সংস্থা এএফপির ফুটেজে দেখা গেছে, বিদ্রোহী যোদ্ধারা সামরিক পোশাক পরা অবস্থায় বিপ্লবের পতাকা হাতে নিয়ে সমাধিস্থলের পুড়ে যাওয়া অংশে দাঁড়িয়ে ছবি তুলছে। সেখানে একটি কফিনসহ সমাধির অংশগুলোকে জ্বলতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, ওই কফিনটি হাফিজ আল আসাদের।

যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বিদ্রোহীরা আসাদ পরিবারের এই সমাধি কমপ্লেক্সে আগুন ধরিয়েছে। এটি আলাউইত সম্প্রদায়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত লাতাকিয়া অঞ্চলে অবস্থিত।

দীর্ঘ স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মাদ আল-বশিরকে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh