জরিমানা ছাড়া মোটরযানের ফি দেওয়া যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৮ পিএম

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের লোগো। ফাইল ছবি

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের লোগো। ফাইল ছবি

সব ধরনের মোটরযানের বকেয়া ফি আগামী ৩১ ডিসেম্বের মধ্যে পরিশোধ করার জন্য শেষবারের মতো সুযোগ দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এই সময়ের মধ্যে বকেয়া পরিশোধ করলে কোনো ধরনের জরিমানা দিতে হবে না গ্রাহককে।

সম্প্রতি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ'র সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অর্থ বিভাগের সম্মতিতে জরিমানা ছাড়া মূল কর ও ফি জমা প্রদান দিয়ে সব ধরনের কাগজপত্র (ফিটনেস, রোড ট্যাক্স, রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত শেষবারের মতো বৃদ্ধি করা হলো।

এটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh