পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:০৯ পিএম
রাজশাহী জেলার ম্যাপ। ছবি: সংগৃহীত
রাজশাহীর পুঠিয়া বেলপুকুর এলাকায় গলায় ফাঁস দিয়ে ইসরাত জাহান ইশা (১৮) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল দশটার দিকে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে।
ইশা বানেশ্বর সরকারি ডিগ্রী কলেজের বি এ ১ম বর্ষের ছাত্রী ও উপজেলার ক্ষুদ্র জামিরা গ্রামের ইউসুফ আলীর মেয়ে।
ইশার আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে ইশা তার বড় ভাইয়ের ছেলেকে নিয়ে বাড়ির বাহিরে ঘুরাঘুরি করছিলো। পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ির কাজে ব্যস্ত ছিলো। এসময় বড় ভাইয়ের ছেলেকে একটি টুলে রেখে সবার অজান্তে তার শয়ন কক্ষের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
ছেলেকে একা টুলে বসে থাকতে দেখে তার মা ইশাকে দেখতে না পেয়ে ইশার খোঁজ করে। এসময় ইশার শয়ন কক্ষে গিয়ে তীরের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করে। তার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে এসে ইশাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বেলপুকুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বেলপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে ইশার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশের ময়না তদন্তে ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে এ কর্মকর্তা জানান।