প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৪:১০ পিএম
প্রথমবারের মতো তৈরি হলো হীরার ব্যাটারি, চলবে হাজার বছর
বিশ্বে প্রথমবারের মতো হীরা দিয়ে তৈরি হলো ব্যাটারি। বিজ্ঞানী ও প্রকৌশলীদের দাবি এই ব্যাটারি হাজার হাজার বছর ধরে ডিভাইসকে শক্তি দিতে সক্ষম। এই ব্যাটারিটি কার্বন-১৪ নামে পরিচিত কার্বনের তেজস্ক্রিয় আইসোটোপকে ঘিরে একটি হীরা দ্বারা চালিত হবে। এটি আধুনিক ব্যাটারির চেয়ে অনেক বেশি সময় ধরে শক্তি সরবরাহ করতে সক্ষম হবে, যার ফলে এগুলো চিকিৎসাকার্যে ব্যবহৃত সরঞ্জামগুলোতে ব্যবহার করা যেতে পারে।