শংকরী দাস
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:২১ এএম
প্রতীকী ছবি
আমার নিকষ কালো উঠোনে
একমুঠো আলো নেই, নেই...
দুর্বাসার অভিশাপে লণ্ডভণ্ড সব
ঋষির জটাজলের জলাধারে দুর্বৃত্তের ক্রমাগত অশুচি স্পর্শ;
হে, জাম-জামরুল, অ্যাঁশ শেওড়া
আমাকে ক্ষমা করে দাও
তোমার পাতার ফাঁক গলে
আমার নিকষ কালো উঠোনে
একবিন্দু আলো দাও, দাও...