চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২৪ গ্রহণ করলেন ৪ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৫ পিএম | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:০১ পিএম

পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে অতিথিরা। ছবি: সংগৃহীত

পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে অতিথিরা। ছবি: সংগৃহীত

চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২৪ গ্রহণ করলেন ৪ প্রাবন্ধিক-কথাসাহিত্যিক-কবি-ছোটকাগজ সম্পাদক।  এই  ৪ জন হলেন প্রবন্ধে রকিবুল হাসান, কথাসাহিত্যে আকিমুন রহমান, কবিতায় আকতার হোসাইন ও ছোটকাগজ সম্পাদনায় ‘জলধি’ সম্পাদক নাহিদা আশরাফী। 

গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ধানমন্ডির অবসর ভবনে যুক্ত প্রাঙ্গণে  আয়োজিত অনুষ্ঠানে তাঁরা এই পুরস্কার গ্রহণ করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক রফিকুর রশীদ। সভাপতিত্ব করেন কবি, সংগঠক ও ছোটকাগজ সম্পাদক মাহমুদ কামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনপ্রিয় কথাসাহিত্যিক ও টিভি উপস্থাপক মনি হায়দার। স্বাগত বক্তব্য রাখেন পুরস্কার কমিটির আহ্বায়ক ও কথাশিল্পী  কবীর আলমগীর।

অনুষ্ঠানে অতিথিরা পুরস্কারপ্রাপ্ত প্রাবন্ধিক-কথাসাহিত্যিক-কবি-সম্পাদকের সৃজনকর্ম নিয়ে মূল্যায়নধর্মী আলোচনা করেন। তাঁরা চিন্তাসূত্র পুরস্কারের ধারাবাহিকতা বজায় রাখারও পরামর্শ দেন। 

পুরস্কার গ্রহণের পর পুরস্কার জয়ীরা তাঁদের অনুভূতি প্রকাশ করেন। অনুষ্ঠানে কবিতা-গান ও নৃত্য পরিবেশন করেন দেশের খ্যাতিমান কবি-আবৃত্তিকারদের সঙ্গে প্রাইম  ইউনিভার্সিটির বাংলা বিভাগের একঝাঁক শিক্ষার্থী। 

উল্লেখ্য, শিল্প-সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে বেগবান করার লক্ষ্যে ২০১৫ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠা করা হয় চিন্তাসূত্র ওয়েবম্যাগ। এই ওয়েবম্যাগে বিশুদ্ধ সাহিত্য চর্চার পাশাপাশি নতুন লেখকের পরিচর্যা, নবীন-প্রবীণের মেলবন্ধনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে প্রবর্তন করা হয় ‘চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার’। পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে দেওয়া হয় ক্রেস্ট, উত্তরীয় ও সনদ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh