পুঠিয়া প্রতিনিধি
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০২:৫৮ পিএম
আওয়ামী লীগ নেতা গোলাম ফারুক। ছবি: আওয়ামী লীগে
রাজশাহীর পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুককে (৫৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে উপজেলা সদরের রামজীবনপুর এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া একই সময়ে পুঠিয়ার শাহবাজপুর থেকে জুলফিকার আলি নামের একজন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, শ্রমিকদল নেতা নুরুল ইসলাম হত্যাসহ গাড়ি ভাঙচুর ও নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে মানুষের জানমালের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড পরিচালনা করার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, গ্রেপ্তারকৃত গোলাম ফারুক হত্যাসহ নাশকতা মামলার আসামি। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।