ফারজানা ইয়াসমিন
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৩ পিএম
প্রতীকী ছবি
হেমন্তের কুয়াশা ভেজা জ্যোৎস্নায়
ডুবে যায় অমানিশার মাঝে ক্লান্ত রাত,
শিউলির মাতাল করা ঘ্রাণ শুভ্র বাতাসে দোলে।
ভোরের আলোয় শিশির বিন্দু ঝরে সবুজের বুকে
রোদেলা দ্যুতি ঝিকমিক করে সকালের গায়ে,
হিমেল হাওয়ায় বিবর্ণমুখে শুকনো পাতারা ঝরে।
ফড়িংগুলো আকাশে স্বপ্ন আঁকে স্বচ্ছ পাখায়,
পাখির সুরে সূর্য হাসে নতুন সকাল জাগো।
দুপুর হাসে শান্ত রোদের গাল টিপে,
গোধূলি নামে হিমেল হাওয়ার স্পর্শ দিতে।