ভোলায় জনসাধারণের জন্য উম্মুক্ত হলো যুদ্ধ জাহাজ

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ০৭:২৪ পিএম | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৪ পিএম

জাহাজটি এক নজর দেখার জন্য ভিড় জমায় বিপুল সংখ্যক মানুষ। ছবি: ভোলা প্রতিনিধি

জাহাজটি এক নজর দেখার জন্য ভিড় জমায় বিপুল সংখ্যক মানুষ। ছবি: ভোলা প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে জনসাধারণের প্রদর্শনের জন্য দেশের সাতটি অঞ্চলে যুদ্ধ জাহাজ উম্মুক্ত করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এরই ধারাবাহিকতায় ভোলায়ও ইলিশা লঞ্চঘাটে সোনার বাংলা নামক যুদ্ধ জাহাজ প্রদর্শনের জন্য উম্মুক্ত করা হয়েছে।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এটি উন্মুক্ত ছিল।

জাহাজটি এক নজর দেখার জন্য ভিড় জমায় বিপুল সংখ্যক মানুষ। ভোলা সদরের ইলিশা লঞ্চঘাট এলাকায় নোঙর করে রাখার পর থেকেই দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষ ছুটে আসেন। আগতরা জানিয়েছেন, তারা যুদ্ধ জাহাজের নাম শুনেছেন কিন্তু স্বচক্ষে দেখা হয়নি। তাই প্রবল আগ্রহ থেকেই দেখতে আসেছেন তারা।

কোস্টগার্ড জানায়, দেশের চাঁদপুর লঞ্চঘাট, মুন্সীগঞ্জ লঞ্চঘাট, পতেঙ্গা চট্টগ্রাম, চট্টগ্রাম, মোংলা, খুলনা ও ভোলায় এ যুদ্ধ জাহাজ প্রদর্শন করেন।

ভোলায় প্রদর্শিত জাহাজটির নাম বিসিজিএস সোনার বাংলা। জাহাজটি সেসি অটো রোবটিক সিস্টেমের যেখানে ৩০ মিলিমিটারের ২টি অটোগান এবং ১৪.৫ মিলিমিটারের আরও ২টিসহ মোট চারটি অটোগান রয়েছে। এটি ঘণ্টায় ২৩ নটিক্যাল মাইল অতিক্রম করতে সক্ষম। ৪৭ জন নাবিক এ জাহাজ পরিচালনা করছে। ১৫৫ ফুট দীর্ঘ এবং ২২ ফুট প্রস্থের এ জাহাজের ওজন ৩০৭ টন।

কোস্টগার্ড আরও জানায়, উপকূলের জলসীমায় দস্যুতা এবং অপরাধ নির্মূলে ব্যবহারের পাশাপাশি যুদ্ধকাজেও ব্যবহার হয় জাহাজটি। লাল-সবুজের পতাকায় সজ্জিত এ জাহাজের নিরাপত্তায় নৌ পুলিশ, পুলিশ ও কোস্টগার্ডের ডুবুরি দলসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত ছিল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh