মোদির পোস্টের জবাবে যা বললেন উপদেষ্টা সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০২:১৭ পিএম

নৌপরিবহন উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

নৌপরিবহন উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

ভারত মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন্যভাবে দেখে, সেটা তাদের ব্যাপার। কিন্তু বিশ্ববাসী জানে এটা শুধু বাংলাদেশের বিজয়।

এমনটা মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. সাখাওয়াত হোসেন।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে সিলেট মেরিন একাডেমির কুচকাওয়াজ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীর টুইট প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, নরেন্দ্র মোদি তার মতো করে বলেছেন। তার এমন মন্তব্যে মুক্তিযোদ্ধারা যারা এখনও বেঁচে আছেন তারা আহত হয়েছেন।

এর আগে, সিলেট মেরিন একাডেমির মাঠে ক্যাডেটদের সালাম গ্রহণ করেন নৌপরিবহন উপদেষ্টা। এসময় সিলেট একাডেমিতে নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সিলেট এডাকেমির কোর্স সম্পন্ন করা ৪১ জন সমুদ্র যোদ্ধা অংশ নেয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh