৪৮ হাজার প্রাথমিক শিক্ষকের দাবি নিয়ে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০২:৪৯ পিএম

গণমাধ্যমে পাঠানো জাতীয় নাগরিক কমিটির সংবাদ বিজ্ঞপ্তি।

গণমাধ্যমে পাঠানো জাতীয় নাগরিক কমিটির সংবাদ বিজ্ঞপ্তি।

২০১৩ সালে জাতীয়করণের অন্তর্ভুক্ত প্রাথমিক বিদ্যালয়ের ৪৮ হাজার ৭২০ জন শিক্ষকের 'জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের টাইমস্কেল সংক্রান্ত বিধির বিপরীতে অর্থ মন্ত্রণালয়ের ১২/০৮/২০২০ তারিখের অবৈধ প্রজ্ঞাপন' বাতিলের দাবির সাথে একাত্ম প্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটি।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। 

আজ বুধবার (১৮ ডিসেম্বর)  জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় অফিস বিকাল সাড়ে ৩টায় এ বিষয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সংগঠনটি।  

উল্লেখ্য, পে স্কেল স্থগিত রাখা সংক্রান্ত জাতীয়করণ করা প্রায় ৪৯ হাজার প্রাথমিক শিক্ষকের উত্তোলিত টাইম স্কেল সমস্যা নিরসনে অর্থ মন্ত্রণালয়ের জারি করা পত্রটি বাতিলসহ তিন দফা দাবিতে বিভিন্ন সময়ে সংবাদ সম্মেলন করে এসেছে প্রাথমিক শিক্ষক সমিতি। এবার তাদের সাথে একাত্ম প্রকাশ করল জাতীয় নাগরিক কমিটি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh