১০ ডিএমপি কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৪:০৬ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের লোগো। ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের লোগো। ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন পদমর্যাদার ১০ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। 

গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত পৃথক তিন আদেশে এই বদলি  করা হয়।

পদায়নপ্রাপ্ত কর্মকর্তারা হলেন— যুগ্ম কমিশনার সুলতানা নাজমা হোসেনকে ডিএমপি সদর দফতর, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জাহাঙ্গীর আলমকে তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনের এডিসি,  মীর আসাদুজ্জামানকে রমনা বিভাগের রমনা জোন, তারিক আহমেদ আস সাদিককে সিকিউরিটি অ্যান্ড সার্ভিলেন্স (আইএডি) বিভাগ, ফরহাদ হোসেনকে ডিএমপির অর্থ বিভাগ, মারুফা নাজনীনকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে। 

পৃথক আরেক আদেশে সহকারী পুলিশ কমিশনার (এসি) এহসানুল কামরানকে গোয়েন্দা বিভাগ, শামীম হোসেনকে গোয়েন্দা বিভাগ, শরীফ উল আলমকে মিরপুর ট্রাফিক বিভাগ ও জাকির হোসেনকে তেজগাঁও জোনের এসি পেট্রোল হিসেবে বদলি করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh