নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:১৩ পিএম
কাওলা থেকে উদ্ধার করা গুলি। ছবি: সংগৃহীত
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় পরিত্যক্ত একটি ব্যাগ থেকে ২৮২ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে কাওলা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ব্যাগে থাকা গুলিগুলো উদ্ধার করা হয়।
বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান জানান, ধারণা করা হচ্ছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দুষ্কৃতিকারীরা কোনো থানা থেকে গুলিগুলো লুট করেছিল। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে গভীর রাতে বিমানবন্দর খানাধীন কাওলা মহাসড়ক এলাকায় ফেলে রাখা হয় গুলিভর্তি ব্যাগটি।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুলিভর্তি ব্যাগটি উদ্ধার করা হয়। পরে ব্যাগটি তল্লাশি করে ২৮২ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়।
এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ আহমেদ জানান, গুলি উদ্ধারের ঘটনায় একটি মামলা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।