নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৬ পিএম
হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীরা। ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৫৭ জনের। গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২৩৬ জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৯৯ হাজার ৮০৫ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ২৩৬ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা।
আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৬৭ জন রয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ৫৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, বরিশাল বিভাগে ২৮ জন, খুলনা বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ৮ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।