লেবাননের রাষ্ট্রদূতকে ঢাকায় ফেরার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪ পিএম

রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। ছবি: সংগৃহীত

রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। ছবি: সংগৃহীত

লেবাননের বৈরুতের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খানকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত আসতে বলা হয়েছে।

গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে রাষ্ট্রদূতকে ঢাকায় ফেরার নির্দেশনা দেয়। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ দূতাবাস, বৈরুতে আপনার (রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান) বর্তমান দায়িত্বভার ত্যাগ করে অবিলম্বে সদর দপ্তর ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা যাচ্ছে।

প্রসঙ্গত, লেবাননে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করায় মধ্যপ্রাচ্যের দেশটিতে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের দেশে প্রত্যাবর্তন করা হচ্ছে। এ পর্যন্ত এক হাজার ১৪২ বাংলাদেশিকে দেশে ফেরানো হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে রাষ্ট্রদূতকে ঢাকার ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh