শুভ জিত দত্ত
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ১০:৪১ এএম
প্রতীকী ছবি
নিঃসঙ্গতা যখন এক বুক কষ্ট
বুকে জড়িয়ে, দীর্ঘশ্বাস ফেলে।
ভাগ্যের কাছে কাকুতি জানিয়ে
নিজেকে প্রতিনিয়ত খুঁজে ফেরা।
নির্দ্বিধায় নিজেকে সঁপে দেওয়ার
বৃথা আস্ফালন নাড়া দিয়ে যায়।
একরাশ স্বপ্নের কাছে হার মেনে
বদলে ফেলা এ এক নতুন আমি।
বাস্তব স্বপ্নগুলো ধরাশায়ী হয়ে
ফিরে আসে নির্মম যন্ত্রণা নিয়ে।
বাস্তবতার কাছে বিপর্যস্ত হয়ে
নিস্তব্ধতার কাছে পরাজয় বরণ।
তোমাকে পাওয়ার স্বপ্ন দেখা
আমার ভালো থাকার অনুষঙ্গ।
তার মাঝে হাজারো কষ্টগুলো
অবলীলার মাঝে হারিয়ে যায়।