পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১২:৪৬ পিএম | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪, ০১:২৫ পিএম
মাদকসহ আটককৃত যুবক। ছবি: পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৭৯০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৯০৫ গ্রাম হেরোইনসহ এক যুবককে আটক করেছে বিজিবি। জব্দকৃত মাদকের বাজারমূল্য প্রায় ৯ কোটি ১৩ লাখ ১০ হাজার টাকা।
আটককৃত হরসিত রায়ের (২২) বাড়ি জেলার দেবীগঞ্জ উপজেলার ফুলবাড়ি সুন্দরদিঘী এলাকায়। তিনি ওই এলাকার ধর্মনারায়ণ রায়ের ছেলে।
গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে মাঝিপাড়া বিওপি চেকপোস্টে বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশির সময় এ মাদক উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্বদানকারী মেজর রিয়াদ মোর্শেদ বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।
পঞ্চগড় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানের বিষয়ে নিশ্চিত করে জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের অপতৎপরতা রোধে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে।