কী কারণে বিনা পারিশ্রমিকে উপস্থাপনায় দীপ্তি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:১৫ পিএম | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:১৬ পিএম

দীপ্তি চৌধুরী। ছবি: সংগৃহীত

দীপ্তি চৌধুরী। ছবি: সংগৃহীত

কোন প্রকার পারিশ্রমিক ছাড়াই আজ রাজধানীর আর্মি স্টেডিয়ামে উপস্থাপনা করবেন দীপ্তি চৌধুরী। রাতে স্টেডিয়ামে কনসার্টে অংশগ্রহন করবেন পাকিস্তানের সংগীতশিল্পী রাহাত ফতেহ আলি খান। তিনিও এ কনসার্টে কোনো পারিশ্রমিক ছাড়াই গান গাইবেন।

আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইকোস অব রেভল্যুশন’ শীর্ষক কনসার্টের আয়োজন করছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম। এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ শহিদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা— ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন'-এ দান করা হবে।

বিনা পারিশ্রমিকে উপস্থাপনা প্রসঙ্গে দীপ্তি বলেন, ‘এটি শুধু কনসার্ট নয়, এখান থেকে অর্জিত অর্থ যাবে জুলাই বিপ্লবে আহতের সহায়তায়। এ আয়োজনে আমি কোনো পারিশ্রমিক নিচ্ছি না। এতে করে কাজটির মাধ্যমে এই মহতি উদ্যোগের অংশীদার হতে পারব বলে মনে করি ‘

আয়োজক স্পিরিট অব জুলাই কর্তৃপক্ষ জানায়, ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের সহায়তার জন্য এই কনসার্টের টিকিট বিক্রির সব অর্থ শহিদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে। রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে কনসার্টটি।

কনসার্টে আরও গান গাইবেন দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ ও সিলসিলার শিল্পীরা। এর বাইরেও র্যাপ সংগীত শিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও থাকছে।

 

 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh