আল্লু অর্জুনের বাড়িতে হামলা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২৭ পিএম

আল্লু অর্জুন। ছবি: সংগৃহীত

আল্লু অর্জুন। ছবি: সংগৃহীত

কয়েক দিন আগেই এক রাত জেলে কাটাতে হয় দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে। এবার তার বাড়িতে হলো হামলা। সিনেমার প্রিমিয়ার প্রদর্শনের দিন গত ৪ ডিসেম্বর শহরের সন্ধ্যা থিয়েটারে পদদলিত হয়ে রেবতী নামের এক নারীর মৃত্যুর বিচার চেয়ে অর্জুনের বাড়িতে এই হামলা চালানো হয়েছে বলে জানা যায়।

রবিবার বিকেলে আল্লুর জুবিলি হিলসের বাড়ির সামনে হানা দেয় উন্মত্ত জনতা। কেউ বাড়ির পাঁচিলের উপর উঠে ঢিল ছুঁড়ছেন ভিতরে। একদল আল্লুর কুশপুতুল পোড়ান। সেই ভয়ানক পরিস্থিতির দৃশ্য সোশাল মিডিয়ায় ভাইরাল।

ঘটনার পর এদিন রাতেই মুখ্যমন্ত্রী রেবন্ত ঘটনার তীব্র নিন্দা করে এক্স হ্য়ান্ডেলে লেখেন, ‘অভিনেতার বাড়িতে হামলার ঘটনার তীব্র বিরোধিতা করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্য পুলিশের ডিজি এবং শহরের পুলিশকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ব্যাপারে কোনও ঢিলেমি বরদাস্ত করা হবে না।’

এদিকে অন্তর্বর্তীকালীন জামিনে আল্লু ছাড়া পাওয়ার পর দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির তারকারা যখন একে একে জুবিলি হিলসের বাড়িতে ভিড় জমিয়েছিলেন, তখন তার তীব্র নিন্দা করে রেবন্ত রেড্ডি বলেছিলেন, ‘আপনাদের আল্লুকে দেখতে যাওয়ার সময় রয়েছে, কিন্তু যে ছেলেটি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তার খোঁজ নেননি। সুপারস্টারদের কাছে তীব্র অনুরোধ করছি এতটা অমানুষ হবেন না।’

 

 

 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh