জিয়াবুল ইবন
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৭ পিএম
প্রতীকী ছবি
এখানে শরীর শুধু এক কারখানা
মাটি আগুন রক্ত সবই উপকরণ
ধুলা পড়ে দেহে
ধুলো ক্লান্তি লাগে
যন্ত্রের তাল ধরে দৌড় দিই
গোধূলি মাটি ভাঙে মরিচা পড়ে থামে না
সব শেষ হয়
ঝাঁপ দিই আগুনে
হাড় গলে কাগজ তৈরির ম- হয়ে যায়
সত্তা মিলে যায় বাতাসে
ফের কাঁচামাল রক্ত
পুঁজির মেশিনে মাড়াইয়ের অপেক্ষা