ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:১০ পিএম
বাংলা একাডেমির লোগো।
ছয় ক্যাটাগরিতে ৭ ফেলোশিপ ঘোষণা করেছে বাংলা একাডেমি। আগামী শনিবার একাডেমির সাধারণ পরিষদের ৪৭তম বার্ষিক সভায় ওই ফেলোশিপ আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের উপ-পরিচালক নার্গিস সানজিদা সুলতানার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ বছর ফেলোশিপ প্রাপ্তরা হলেন- মুক্তিযুদ্ধে মঈদুল হাসান, ইতিহাসে রিচার্ড এম ইটন, চিকিৎসা বিজ্ঞানে অধ্যাপক ডা. সায়েবা আখ্তার, বিজ্ঞানে ড. ফেরদৌসী কাদরী, ভাষা গবেষণায় সুগত চাকমা এবং শিল্পকলায় শহিদুল আলম ও শম্ভু আচার্য।