৪৭ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৪:১৫ পিএম

গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারি। ছবি: সংগৃহীত

গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারি। ছবি: সংগৃহীত

রাজধানীর শ্যামলীতে সাড়ে ৪৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ২টার দিকে কাভার্ডভ্যান থেকে এই গাঁজা জব্দ করা হয়। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এ তথ্য জানান। 

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জব্দ হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য সাড়ে ৯ লাখ টাকা। 

গ্রেপ্তার হওয়া দুই মাদক কারবারি হলেন মো. রাজা মোল্লা (৩০) ও মো. ওমর ফারুক (২৩)। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাভার্ডভ্যানে মাদক বহন করা হচ্ছে এমন খবর পেয়ে শ্যামলীর ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের সামনে অবস্থান নেয় ডিবি পুলিশ। ডিবি পুলিশের কাছে তথ্য ছিল যাত্রাবাড়ী থেকে মাদক বহন করে একটি কাভার্ডভ্যান শ্যামলীর দিকে আসছে। এ সময় রাত ১টা ৫৫ মিনিটে সন্দেহজনক কাভার্ডভ্যানটিকে থামানো হয়। পরে সেটি তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকানো সাড়ে ৪৭ কেজি গাঁজা জব্দ করা হয়।

এ সময় দুইজনকে গ্রেপ্তারের পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত মিনি কাভার্ডভ্যান ও তিনটি মোবাইল ফোন জব্দ করে ডিবি পুলিশ। 

গ্রেপ্তার দুইজনকে জিজ্ঞাসাবাদে ডিবি জানতে পেরেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ থেকে বিভিন্ন কৌশলে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। জব্দ হওয়া এই গাঁজা একই উদ্দেশে তাদের কাছে ছিল বলে তারা স্বীকার করেছে।

গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh