আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১১:২৭ পিএম
জার্মানির সংসদের কক্ষ। ছবি: সংগৃহীত
জার্মানির সংসদ ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমেয়ার। তবে আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি আগাম নির্বাচন হবে বলে নিশ্চিত করেছেন তিনি। চলতি মাসের শুরুতে সংসদে আস্থা ভোটে হেরে যান চ্যান্সেলর ওলাফ শলৎস। এর পরই প্রেসিডেন্টকে সংসদ ভেঙে দেওয়ার আহ্বান জানান তিনি।
আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) বার্লিনের ভেলেভ্যু প্রাসাদ থেকে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট বলেন, কঠিন সময়ে আমাদের ‘সংসদে নির্ভরযোগ্য সংখ্যাগরিষ্ঠতা’ এবং ‘কাজ করতে সক্ষম সরকার’ প্রয়োজন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত ওলাফ শলৎস চ্যান্সেলরের দায়িত্ব পালন করবেন।
একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তিনি জোট সরকার গঠন করেন। কিন্তু ডিসেম্বরের শুরুতে ফ্রি ডেমোক্র্যাটস পার্টি জোট ছাড়লে ক্ষমতা হারায় তাঁর দল। এর পর আস্থা ভোটে হারেন তিনি।