নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৯:০৩ এএম | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৫ পিএম
জাতীয় প্রেস ক্লাব। ছবি: সংগৃহীত
ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যায় উস্কানি দেওয়ার অভিযোগে পাঁচজনের সদস্যপদ স্থগিত করেছে জাতীয় প্রেস ক্লাব।
দি সাউথ এশিয়ান টাইমস্ পত্রিকার সম্পাদক দীপক কুমার আচার্য, ইপিবিডি ডটকমের সম্পাদক মোল্লাহ এম আমজাদ হোসেন, গ্লোবাল টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইশতিয়াক রেজা, বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরকার ও দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল আলম।
গত শনিবার (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, জুলাই বিপ্লবে ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যায় উস্কানি প্রদান এবং পতিত সরকারের দোসর হিসেবে কাজ করায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া তালিকায় বাকি পাঁচ সদস্যের সদস্য পদ স্থগিত করা হলো। ২৭ ডিসেম্বর ক্লাব সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।