বিনোদন রিপোর্টার
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৪:০৯ পিএম | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৮:৪২ পিএম
তানজিন তিশা। ছবি: সংগৃহীত
মাদককাণ্ডে এবার মুখ খুললেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী
তানজিন তিশা। সম্প্রতি তিনি মাদক সম্পৃক্ততার অভিযোগে আলোচনায় এসেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
অধিদপ্তরের বিশেষ অনুসন্ধানে তানজিন তিশাসহ আরও তিনজন অভিনেত্রীর নাম উঠে আসে।
এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তারা। এদিকে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তানজিন তিশা এক ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেন।
মাদক সম্পৃক্ততার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের বিষয়ে তিনি
সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘কিছু সাংবাদিক ভাইদের বলতে চাই যে যাচাই-বাছাই না করে
সত্য-মিথ্যা না জেনে নিউজ করবেন না। মাঝেমধ্যে একজন শিল্পীর ব্যক্তিগত জীবন আছে, তার
পরিবার আছে, বাবা-মা ও ভাইবোন আছে—এটা মনে রাখা উচিত।’
তিশা আরও বলেন, ‘নেতিবাচক শিরোনাম এবং ভিত্তিহীন সংবাদ একজন
শিল্পীর মানসিক ও ব্যক্তিগত জীবনে কী প্রভাব ফেলে, সেটা একবার চিন্তা করলে হয়তো অনেক
ভুল বোঝাবুঝি এড়ানো যেত।’