নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৬:০৮ পিএম
জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোগো। ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নিজাম উদ্দিন।
আজ সোমবার ৯৩ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের পদ থেকে আবু হেনা মোরশেদ জামানকে সরিয়ে গত অক্টোবরের শুরুতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে সরকার।
এখন এই বিভাগে নতুন সচিব নিয়োগ দেওয়া হলো।