জাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ: ১ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা

জাবি প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৮:৫১ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (জাকসু) রোডম্যাপ প্রকাশ করেছে জাবি প্রশাসন। গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জাকসুর রোডম্যাপ প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়ে, ৩১ ডিসেম্বর নির্বাচন কমিশন গঠন ও ১০, ১৫ জানুয়ারিতে যথাক্রমে খসড়া ভোটার তালিকা ও চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এছাড়াও,  ২৫ জানুয়ারিতে নির্বাচনী আচরণ বিধি প্রণয়ন করা হবে ও ১ ফেব্রুয়ারিতে তফসিল ঘোষণা করা হবে।

উল্লেখ্য, জাবি সমন্বয়ক জিয়াউদ্দিন আয়ানের ২ দফা দাবিতে আমরন অনশন কর্মসূচিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন জাকসুর রোডম্যাপ প্রণয়নের ঘোষণা দেয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh