নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০২:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
সাগর-রুনি হত্যাকাণ্ডের ১৩ তম বছরে সুষ্ঠ বিচারের দাবিতে এবং সেই সাথে দেশে মানবাধিকার প্রতিষ্ঠা ও সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ ‘সাগর-রুনি হিউম্যান রাইটস ফটো অ্যাওয়ার্ড’ এর আয়োজন করেছে সাগর-রুনি ফাউন্ডেশন।
প্রতিযোগিতার মাধ্যমে সারা দেশের পেশাদার/অপেশাদার আলোকচিত্রীদের ছবি থেকে বাছাইয়ের মাধ্যমে সেরা তিনজন ছাড়াও মোট দশ জনকে অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
এছাড়াও নির্বাচিত মোট ৫০টি সেরা ছবি নিয়ে আগামী ৮ ফেব্রুয়ারী ২০২৫ থেকে ১৯ ফেব্রুয়ারী ২০২৫ জাতীয় জাদুঘরের গ্যালারীতে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
থিম বা প্রদর্শনীর বিষয়বস্তু হিসেবে নির্ধারণ করা হয়েছে মানবাধিকার (মানবাধিকার–সংশ্লিষ্ট আলোকচিত্র যেমন : বিচাবহির্ভূত হত্যাকাণ্ড, বিচারহীনতা, শ্রমিকদের অধিকার রক্ষার আন্দোলন, জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, সীমান্তে হত্যা, নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ, গুম খুনের প্রতিবাদ, নানা বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষ ইত্যাদি) বিষয়ক ছবি।
প্রতিযোগিতায় অংশ নেয়া একজন আলোকচিত্রী সর্বোচ্চ ৩টি ছবি জমা দিতে পারবেন। সেরা আলোকচিত্রী পাবেন ৫০,০০০ টাকা, সম্মাননা স্মারক, সনদ এবং ক্যাটালগ/ বইয়ের সংস্করণ। ১ম ও ২য় রানার্স আপ আলোকচিত্রী পাবেন ২৫,০০০ টাকা, সম্মাননা স্মারক, সনদ এবং ক্যাটালগ/ বইয়ের সংস্করণ।
বাকি সাত জন বিজয়ীকে সম্মাননা স্মারক, সনদ এবং ক্যাটালগ/বইয়ের সংস্করণ প্রদান করা হবে।
প্রদর্শনীর জন্য ছবি জমাদানের শেষ তারিখ ২০ জানুয়ারি।
নীতিমালা বা ছবি জমাদানের নিয়ম:
১। আলোকচিত্রগুলো অবশ্যই প্রতিযোগিতার ইমেইলে জমাদিতে হবে (e-mail: [email protected])
২। সাগর রুনি হিউম্যান রাইটস আলোকচিত্র প্রতিযোগিতায় ১লা জানুয়ারী ২০২৪ থেকে ৩১শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত তোলা ছবি জমা দেয়ার জন্য বিবেচিত হবে।
৩। আলোকচিত্রীকে অবশ্যই তার নামে জমাকৃত ছবির সত্ত্বাধিকারী হতে হবে।
৪। পেশাদার/ অপেশাদার আলোকচিত্রীদের তোলা প্রকাশিত কিংবা অপ্রকাশিত উভয় ধরণের ছবি জমা দেয়া যাবে।
৫। প্রদর্শনীতে বিজয়ী ও নির্বাচিত ছবিসমূহ এক্সিবিশন ক্যাটালগ/বই ব্যবহার করা হবে। প্রয়োজনে প্রদর্শনীর অনলাইন/ অফলাইন প্রচারের জন্য যথোপযুক্ত ক্রেডিটসহ ব্যবহার করা হতে পারে।
৬। প্রতিযোগিতার কোন প্রবেশ মূল্য নেই
৭। দেশী ও বিদেশী বিচারকদের মাধ্যমে অংশগ্রহণকারীদের ছবি গুলো ২১ জানুয়ারী ২০২৫ থেকে ২৫ জানুয়ারী ২০২৫ এর মধ্যে বিচার করা হবে ।
ছবিগুলোকে অবশ্যই নিম্নোক্ত শর্তগুলো পূরণ করতে হবে:
১। ছবির আসল পিক্সেল আকৃতি বজায় রেখে আপলোড করতে হবে (যদি ক্রপ করা না হয়ে থাকে)। মাপ (স্কেল) এবং রেজ্যুলেশন পরিবর্তন করা যাবে না।
২। ছবিগুলো অবশ্যই জেপেগ ফরম্যাটের (JPEG) এবং উচ্চমানের (High Res.) সংকোচনসম্পন্ন হতে হবে।
৩। ছবিগুলোর গায়ে আলোকচিত্রীর নাম বা অন্য কোনো তথ্য থাকতে পারবে না (এই বিবরণগুলো ছবির মেটাডেটাতে উল্লেখ থাকতে পারে)
৪। শুধুমাত্র একটি এক্সপোজারের ও একটি ফ্রেমে তোলা ছবি গৃহীত হবে। নিম্নোক্ত ধরণের ছবি গ্রহণযোগ্য হবে নাঃ ক) একাধিক এক্সপোজার সম্বলিত কিংবা একাধিক প্যানেল/অংশযুক্ত খ) ক্যামেরায় কিংবা ইমেজ সম্পাদনের সফটওয়্যারের মাধ্যমে সংযুক্ত করে প্রস্তুতকৃত প্যানোরামা যুক্ত করে, পুনর্বিন্যাস করে, উল্টেপাল্টে, বিকৃত করে অথবা ছবিতে মানুষ কিংবা অন্য কোনও বস্তু বাদ দিয়ে/জুড়ে দিয়ে (ম্যানুপুলেশন) কোনো ছবির বিষয়বস্তু পরিবর্তন করা যাবে না। ব্যতিক্রমঃ • অতিরিক্ত অংশ বাদ দেয়ার স্বার্থে ক্রপ করা যাবে; • সেন্সরের ধুলা কিংবা নেগেটিভের স্ক্যানের দাগ মোছা যাবে।
৫। রঙের পরিবর্তন কিংবা সাদাকালোতে রুপান্তর গ্রহণযোগ্য তবে ছবির বিষয়বস্তুর পরিবর্তন করা যাবে না।
৬। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে উত্তীর্ণ অংশগ্রহণকারীদের সকল ছবির জন্য প্রয়োজনে ক্যামেরায় ধারণকৃত আলোকচিত্রের (Raw) ফাইলটি জমা দিতে হতে পারে। এই ফাইলগুলো বিচারক্রিয়া চলাকালীন সময়ে চাওয়া হবে এবং গোপনীয়তা রক্ষাপূর্বক যাচাই-বাছাই করা হবে। ফাইল চাওয়ার সময় উপস্থাপন করতে ব্যর্থ হলে প্রতিযোগিতা থেকে আলোকচিত্রটি বাতিল হয়ে যাবে।
৭। প্রতিযোগিতার জন্য নির্ধারিত আনুষ্ঠানিক প্ল্যাটফর্মেই কেবল আলোকচিত্র জমা দেয়া যাবে। অন্য কোনো মাধ্যমে জমাদানকৃত ছবি গৃহীত হবে না।
৮। সাগর রুনি ফাউন্ডেশন নির্বাচিত ছবি ও লেখা প্রদর্শনী সম্পর্কিত প্রচারমূলক কাজে ও প্রদর্শনীর জন্য শিল্পের নাম সহ ব্যবহারের অধিকার রাখে। শিল্পীর অনুমোদন ব্যতীত উল্লেখিত উদ্দেশ্য ও মাধ্যম ছাড়া অন্য কোনো ধরনে কাজটি ব্যবহার করা হবে না।
৯। ক্যাপশনঃ জমাকৃত সকল ছবির সাথে মেটাডাটা হিসেবে শুধুমাত্র বাংলা ভাষায় লিখিত সঠিক ক্যাপশন দিতে হবে। ক্যাপশন সংক্রান্ত নির্দেশনায় উল্লেখিত নীতিমালার সকল তথ্য লিখিত ক্যাপশনে থাকতে হবে। ক্যাপশনের প্রথমভাগে অবশ্যইঃ • আলোকচিত্রে কে আছেন এবং ছবিতে কী ঘটছে তার বর্ণনা থাকতে হবে। • আলোকচিত্র তোলার স্থান, শহর, অঞ্চল, জেলা/রাষ্ট্র এবং দেশের নাম উল্লেখ করতে হবে • ছবি তোলার তারিখ থাকতে হবে। • প্রাসঙ্গিক কর্মকাণ্ড সম্পর্কিত তথ্য প্রদান করতে হবে (যেমনঃ পুলিশের ভাষ্যমতে, দশজনেরও বেশি মানুষ নিহত হবার দুর্ঘটনাস্থল) ক্যাপশনের দ্বিতীয় অংশ ঘটনার প্রেক্ষিত অথবা কেনো ছবিটি গুরুত্বপূর্ণ সেটি বোঝানোর জন্য ব্যবহার করতে হবে। অন্তর্ভুক্ত যেকোনো তথ্যের উৎস উল্লেখ করতে হবে। সর্বশেষ অংশে কোন পরিস্থিতিতে আলোকচিত্রটি ধারণ করা হয়েছে তার ব্যাখ্যা অবশ্যই উল্লেখ থাকতে হবে
১০। ফাইলের নাম বিন্যাস: আবেদনকারীর নাম_ক্রম (মেঘ_০১)
১১। মিথ্যা তথ্য প্রদান করলে জমাদান বাতিল হয়ে যাবে। প্রতিযোগিতায় প্রবেশের বর্ণিত নীতিমালা বাধ্যতামূলক, আয়োজকেরা চাইলে স্বীয় বিবেচনা অনুযায়ী কোনো প্রতিযোগীকে প্রত্যাখান অথবা বাদ দিতে পারে।
১২। প্রদর্শনীতে অংশগ্রহণকারী আলোকচিত্রীরা তাঁদের নির্বাচিত ছবির প্রিন্ট বিনামূল্যে আয়োজকদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। এক্ষেত্রে আয়োজকরা প্রিন্ট কুরিয়ার বা স্বশরীরে পৌঁছে দেয়ার দায়িত্ব নিবে না। আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতায় অংশগ্রণের জন্য কোন প্রকার ফি প্রদান করতে হবে না।