আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১১:২৯ এএম
ভারত সফরের সময় ১৯৭৮ সালে গ্রামবাসীর সঙ্গে স্বস্ত্রীক তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টার। সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সদ্য প্রয়াত সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের নামে ভারতের এক গ্রামের নাম রাখা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সে গত শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘কার্টারপুরী’ নামকরণ করা গ্রামটির অবস্থান রাজধানী দিল্লি থেকে ২০ মাইল দূরে। পূর্বে এই গ্রামটিকে দৌলতপুর নাসিরাবাদ বলা হতো।
এ নামকরণের কারণ হলো কার্টারের মা ১৯৬০ এর দশকে অল্প সময়ের জন্য গ্রামটিতে কিছুদিন ছিলেন। তিনি সেখানে নার্স ও স্বেচ্ছাসেবক হিসেবে জনকল্যাণমুখী কাজ করতেন। প্রেসিডেন্ট থাকা অবস্থায় ১৯৭৮ সালের জানুয়ারিতে কার্টার নিজেও তার মায়ের স্মৃতি বিজড়িত গ্রামটি ঘুরে যান।
কার্টারপুরি গ্রামের বৃদ্ধ বাসিন্দা মতি রামের এখনও মনে আছে কার্টারের সফরের কথা। তার আসার কয়েকমাস আগে থেকেই গ্রামবাসী প্রস্তুতি নেওয়া শুরু করেছিল। পুরো গ্রামটিকে সে সময় নতুন করে সাজানো হয়েছিল।
কার্টারের সহধর্মিনী রোজালিনের কথাও মতিরামের এখনও মনে আছে। তিনি জানান, গ্রামবাসীরা রোজালিনকে স্থানীয় পোশাক পরিয়েছিল। কার্টার নিজেও গ্রামবাসীর সঙ্গে একসঙ্গে হুঁকো টেনেছেন।
দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক পারসেটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গ্রামটির নতুন নামকরণের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘ভারতে যে জিমি কার্টারকে সম্মান দেওয়া হয়- এই নামকরণ তারই প্রমাণ।’
তিনি সেই সফরের একটি ছবি পোস্ট করেছেন। যে ছবিতে কার্টার ও স্থানীয় পোশাক পরা রোজালিনকে গ্রামবাসীর সঙ্গে দেখা যায়।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার গত রবিবার মারা গেছেন। তার প্রতিষ্ঠিত কার্টার ফাউন্ডেশন জানিয়েছে, জর্জিয়ার প্লেইন্সে নিজ বাড়িতেই শান্তিপূর্ণ ভাবে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শতবর্ষী জিমি কার্টার যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট হিসেবে ১৯৭৭ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। তিনিই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে সবচেয়ে বেশী বয়স পর্যন্ত বেঁচে ছিলেন।
কার্টারপুরীর গ্রামবাসীরা তার মৃত্যুর সংবাদ পেয়েই কার্টারের একটি বড় ছবি স্থাপন করেন এবং সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।