টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি আটক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ০৮:২৮ পিএম

আসামি মো. শফিক উল্লাহ। ছবি- কক্সবাজার প্রতিনিধি

আসামি মো. শফিক উল্লাহ। ছবি- কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ পশ্চিম নৌঘাট এলাকায় ১ লাখ পিস ইয়াবাসহ মো. শফিক উল্লাহ (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

আটক শফিক উল্লাহ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া এলাকার হাবিব উল্লাহর ছেলে।

আজ শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো. কামরুজ্জামান তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকালে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিম মাঝির ঘাটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একটি তেলের গ্যালন ফেলে পালানোর সময় এক মাদক কারবারিকে আটক করা হয়। আরও ৩/৪ জন সহযোগী পালিয়ে যায়। পরে তেলের গ্যালন থেকে ১ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মাদক কারবারিরা মাছ ধরার আড়ালে পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছেন। 

তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবাসহ আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh