সড়ক দুর্ঘটনায় চাচা নিহত, দেখতে গিয়ে বাসচাপায় নিহত স্কুল শিক্ষিকা

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১০:২৮ পিএম

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত চার্জার ভ্যান। ছবি: সংগৃহীত

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত চার্জার ভ্যান। ছবি: সংগৃহীত

রাস্তা পারপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় আহত হন মুক্তারুল ইসলাম (৬৫)। হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। চাচার নিহত হওয়ার খবর শুনে তাকে দেখতে যাচ্ছিলেন স্কুল শিক্ষিকা তোজাম্মিন শাহনাজ রেবু (৪৮)। পথে মিনিবাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিনিও। 

এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। 

গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) রাতে পীরগঞ্জ পৌর শহরের ভেলাতৈড় জামতলি এলাকায় দুঘর্টনায় আহত হন মুক্তারুল ইসলাম (৬৫)। পরে দিনাজপুর সরকারি হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি। 

অন্যদিকে আজ শনিবার (৪ জানুয়ারি) সকালে পীরগঞ্জ থানার সামনে মিনিবাসের ধাক্কায় প্রাণ হারান তোজাম্মিন শাহনাজ রেবু। 

নিহত মুক্তারুল পৌর শহরের ভেলাতৈড় ভদ্রপাড়া এলাকার বাসিন্দা। শাহনাজ রেবু মিত্রবাটী এলাকায় থাকতেন। 

ওসি তাজুল ইসলাম আরও জানান, রেবুসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা চার্জার ভ্যানে ভেলাতৈড় যাওয়ার সময় পীরগঞ্জ থানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাস চার্জার ভ্যানটিকে ধাক্কা দেয়। শাহনাজ রেবু ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন আরও তিনজন। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করানো হয়েছে। এসব ঘটনায় পীরগঞ্জ থানায় আলাদা ইউডি মামলা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh