মালিবাগে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ০৫:৩২ পিএম

রেলওয়ের উচ্ছেদ অভিযান।  ছবি: সংগৃহীত

রেলওয়ের উচ্ছেদ অভিযান। ছবি: সংগৃহীত

রাজধানীর মালিবাগে রেলওয়ের জমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনাও উচ্ছেদ করেছে রেল কর্তৃপক্ষ।

আজ সোমবার (৬ জানুয়ারি) বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পতি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে পাকা, সেমি-পাকা ও কাচা সবমিলিয়ে দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। 

এতে অবৈধ দখলে থাকা বাংলাদেশ রেলওয়ের প্রায় ১.২ একর জমি দখলমুক্ত হয়েছে। স্থাপনা উচ্ছেদের সঙ্গে সঙ্গে এক্সক্যাভেটর দিয়ে এসব স্থাপনার পাকা প্লাটফর্ম গুড়িয়ে দেওয়া হয়েছে যেন নিকট ভবিষ্যতে এসব জমিতে দখলদাররা সহজেই পুনরায় স্থাপনা নির্মাণ করতে না পারে।

বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা গত ১০ ডিসেম্বর মধ্যে অপসারণের জন্য দখলদারদের বিরুদ্ধে গত ৫ ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয় গণ-বিজ্ঞপ্তি জারি করে। পরবর্তীতে ১১ ডিসেম্বর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ঢাকার বাইরে বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে অবৈধ দখলে থাকা বিপুল পরিমাণ জমি উদ্ধার করে।

আজ মালিবাগে পরিচালিত অভিযানের মাধ্যমে রাজধানী ঢাকায় এ উচ্ছেদ অভিযান শুরু হলো। ঢাকাসহ সারা দেশে অবৈধ দখলে থাকা রেলের সব জমি উদ্ধার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh