নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ০৫:৫২ পিএম
কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন। ছবি: সংগৃহীত
কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বিএনপি নেতা-কর্মীদের রোষের মুখে পড়েছেন।
আজ সোমবার (৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নগরীর পাঁচলাইশ এলাকায় পাসপোর্ট অফিসের সামনে এই ঘটনা ঘটে।
এ সময় ওসি থাকাকালীন নির্যাতনের নানা অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন বিএনপি নেতা-কর্মীরা। পরে পাঁচলাইশ থানার সামনে অবস্থান নেয় তারা।
স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা জানান, চট্টগ্রামে দায়িত্ব পালনের সময় ওসি নেজাম নানাভাবে তাদের হেনস্তা করেছেন। অযথা নানা মামলায় তাদের ফাঁসানো হয়েছে। তাদের অনেককে থানায় নিয়ে মারধরও করেছেন। এখন নেজামের বিচার চান তারা।
নগরের চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহীদুল ইসলাম জানান, পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দিন আওয়ামী লীগের আমলে নগরের কোতোয়ালি, সদরঘাট ও বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকাকালে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নানাভাবে নির্যাতন, নিপীড়ন ও হয়রানি করেছেন। বিনা কারণে গ্রেপ্তার করেছেন। অনুমতি থাকা সত্ত্বেও বিএনপিকে কর্মসূচি পালন করতে দেননি নেজাম উদ্দিন।
নেজাম উদ্দিনের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের হাতাহাতির বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান। তিনি বলেন, ‘নেজাম উদ্দিন বর্তমানে পুলিশের হেফাজতে আছেন।’ এর বেশি কিছু মন্তব্য করেননি তিনি।
এদিকে, পাঁচলাইশ থানায় নিরাপত্তা জোরদারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নেজাম উদ্দিন সর্বশেষ চট্টগ্রামের পটিয়া থানায় ওসির দায়িত্ব পালন করেন।