নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ০২:৩৬ পিএম
নেত্রকোণায় অসহায় শীতার্তদের মাঝে ১০০টি কম্বল বিতরণ করে ব্যাটালিয়ন-৩১ বিজিবি। ছবি: নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোণায় অসহায় শীতার্তদের মাঝে ১০০টি কম্বল বিতরণ করেছে ব্যাটালিয়ন-৩১ বিজিবি। আজ বুধবার (৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে এসব কম্বল বিতরণ করা হয়।
ব্যাটালিয়ন-৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এএসএম কামরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের নির্দেশে সকালে নেত্রকোণা জেলা শহরের পারলা এলাকায় বিজিবির মাঠে এবং একই সাথে চারুয়াপাড়া, বিজয়পুর, লেংগুড়া ও পাঁচগাঁওসহ প্রত্যন্ত সীমান্তবর্তী স্থানে নেত্রকোণা বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে আরও ২০০টি কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- নেত্রকোণা ব্যাটালিয়ন-৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এএসএম কামরুজ্জামান, সহকারী পরিচালক আউয়াল হোসেনসহ অন্যান্য পদবীর বর্ডার গার্ড সদস্যরা।
ব্যাটালিয়ন-৩১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এএসএম কামরুজ্জামান জানান, চলতি শীত মৌসুমজুড়ে বিজিবি সদর দপ্তরের নিদের্শনা মোতাবেক এ ধরনের শীতবস্ত্র বিতরণ চলবে।