নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৯:০১ এএম
হিমেল বাতাসে কাবু হয়ে পড়ছেন শ্রমজীবী মানুষ। ফাইল ছবি
ঘন কুয়াশা, হিমেল বাতাস ও কনকনে ঠাণ্ডায় পর্যদুস্ত হয়ে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়। হিমেল বাতাসে কাবু হয়ে পড়ছেন শ্রমজীবী মানুষ। কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।
আজ শুক্রবার (১০ জানুয়ারি) ভোর ৬টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
এর আগে, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগেরদিন এই জেলার তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। গত বুধবারের (৮ জানুয়ারি) পর থেকে কমতে থাকে পঞ্চগড়ের তাপমাত্রা।
এদিকে, একটানা তীব্র শীতের কারণে মানুষ, বিশেষ করে শিশু এবং বয়স্করা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন।
তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, সকাল ছয়টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।