নেত্রকোণায় পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে হত্যা

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৯:১৩ এএম

পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

নেত্রকোণার দুর্গাপুরে শফিকুল ইসলাম (৪৩) নামে এক পুলিশ কর্মকর্তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যা পৌনে সাতটার দিকে দুর্গাপুর পৌর শহরের পানমহাল রোড এলাকায় গলিতে তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।

নিহত শফিকুল ইসলাম জামালপুর সদর থানায় ‍উপ-পরিদর্শক পদে কর্মরত ছিলেন। তিনি উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও এলাকার রফিকুল ইসলামের ছেলে।

ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজ দেখা যায়, ৬টা ২১ মিনিটে পান মহল সংলগ্ন সড়কে আগে থেকেই অবস্থান নিয়ে রাখা কয়েকজন দুর্বৃত্ত আচমকা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শফিকুল ইসলামকে ঘেরাও করে হাতে এবং পায়ে কোপাতে শুরু করে। এ সময় তিনি একাধিক বার পালানোর চেষ্টা করলেও হামলাকারীরা তাকে ঘিরে ধরে।

স্থানীয় ও পারিবারিক সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, শফিকুল ইসলাম ছুটি নিয়ে বুধবার বাড়িতে আসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি দুর্গাপুর পৌর শহরের বাগিচাপাড়া এলাকার বাসা থেকে বাজারের উদ্দেশে বের হন। সন্ধ্যা পৌনে সাতটার দিকে পানমহাল রোড এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় তিন-চারজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার বাঁ পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন করার পাশাপাশি হাত, বুক, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান অবস্থা আশঙ্কাজনক হওয়াতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত পুলিশ সদস্যের ছেলে রাফিউল ইসলাম জানায়, ছুটিতে বাড়ি গিয়েছিলেন শফিকুল ইসলাম। তার বাবার সাথে কারও কোনো বিরোধ নেই।

নিহত শফিকুলের স্ত্রী স্কুলশিক্ষক রাবেয়া আক্তার বলেন, কেন এমন হলো, কারা আমার স্বামীকে হত্যা করল আমি কিছুই বুঝতে পারছি না। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।

নিহতের ছোট ছেলে রাফিউল ইসলাম জানান, ছুটিতে দুর্গাপুর এসেছিলেন শফিকুল ইসলাম। আগামীকাল শুক্রবার সকালে তাদের নিয়ে ময়মনসিংহে একটি ভাড়া বাড়িতে উঠার কথা ছিল। তবে বৃহস্পতিবার সন্ধ্যার পর বাজারে যাওয়ার পথে দুর্বৃত্তরা তার উপর হামলা করে।

বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া জানান, সংবাদ পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আহত পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে তার মৃত্যু হয়। ঘটনার সিসিটিভি ফুটেজসহ আলামত সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh