লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০২:১৪ পিএম
দেশের বিভিন্ন এলাকায় চলছে শৈত্যপ্রবাহ। সেই সাথে রাজধানীতেও থেমে বাড়ছে শীতের দাপট। আর এই শীতে ত্বক রুক্ষ হয়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়।
শীতকালে ত্বকের দেখভালের জন্য যেমন সঠিক পণ্য বেছে নেওয়া দরকার, তেমনই সঠিক উপায়ে ত্বকের যত্ন নেওয়া জরুরি। এই সময় যদি ত্বকের যত্ন না নেন, আগামী দিনে আরও ভুগতে হবে। আর সেই জন্যই প্রতিদিনের রূপচর্চায় ব্যবহার করতে পারেন মৌসুমি ফল। জেনে নিন কোন ফল ব্যবহার করবেন-
পেঁপে- পেঁপে ত্বকের পক্ষে দারুণ উপকারী। বিশেষ করে যারা শুষ্ক ত্বকের সমস্যায় ভুগছেন, তাদের জন্য দারুণ কাজ করবে পেঁপে। পাকা পেঁপে চটকে তার মধ্যে মধু মিশিয়ে নিন। এবার সারা মুখে মেখে কিছুক্ষণ রেখে হালকা উষ্ণপানিতে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন ত্বক উজ্জ্বল হয়ে উঠবে।
কমলা- শীতকালে ফল বলতেই কমলা বোঝায়। ভিটামিন সি গুণে সমৃদ্ধ কমলা। যা কিনা ত্বকে বয়সের ছাপ, পিগমেন্টেশন অর্থাৎ ছোপছোপ দাগ দূর করে। কমলার রসের সঙ্গে মধু মিশিয়ে মুখে, গলায় লাগিয়ে নিন। টান ধরা অবধি অপেক্ষা করুন। এরপর হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন।
বেদানা- শীতকালের রোদে ত্বক বেশি পুড়ে যায়। যে কারণে এসময় একটু বেশিই ত্বকের যত্ন নিতে হয়। এই সময় সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করুন। তবে তার আগে বেদানা দিয়ে বাড়িতেই তৈরি করে ফেলুন একটি ফেসমাস্ক। বেদানার রসের সঙ্গে ময়দা, মধু মিশিয়ে ফেসমাস্ক তৈরি করে ব্যবহার করুন।
কলা- যাদের শুষ্ক ত্বকের সমস্যা রয়েছে তারা অবশ্যই কলা ব্যবহার করুন। কলার মধ্যে ভিটামিন কে, সি, ই, ফাইবার রয়েছে। যা ত্বকের ক্ষেত্রে প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে। একটি কলা চটকে নিয়ে সারা মুখে ভালো করে মেখে নিন। একটু শুকিয়ে এলে ধুয়ে ফেলুন। এতে শীতকালেও ত্বক হয়ে উঠবে ঝকঝকে।